আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ পলাশ আসনে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এমপি প্রার্থী হিসেবে আলহাজ ইঞ্জিনিয়ার মুহসীন আহম্মেদকে মনোনীত করা হয়েছে। তিনি দলটির পলাশ উপজেলা শাখার উপদেষ্টা।
চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম বুধবার (১৮ জুন) রাত ১১টায় পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের পারুলিয়া স্কুল মাঠে আয়োজিত ওয়াজ মাহফিল শেষে আলহাজ ইঞ্জিনিয়ার মুহসীন আহম্মেদের নাম ঘোষণা করেন। পরে তার হাতে হাতপাখা তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন দলটির আমীর। এ সময় নেতাকর্মীদের হাতপাখা প্রতীকের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পারুলিয়া স্কুল মাঠ।
এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মুহসীন আহম্মেদ জানান, ‘আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই দায়িত্ব গ্রহণের তাওফিক দিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর আমাকে এমপি প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। এটা আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমি বিশ্বাস করি, রাজনীতি হলো ইবাদতের একটি মাধ্যম ও জনসেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ।
তিনি আরও বলেন, আমার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং একই সাথে আমার প্রিয় এলাকাবাসী ও দেশবাসীর কাছে দোয়া কামনা করছি যেন আমি ইসলামি নীতিমালার আলোকে জনগণের কল্যাণে, ন্যায়বিচার প্রতিষ্ঠায় ও আদর্শিক রাজনীতিতে নিজেকে উৎসর্গ করতে পারি। আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।’
একুশে সংবাদ/ন.প্র/এ.জে