AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামে ডা. জোবায়দা রহমানের জন্মবার্ষিকী পালন


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
১২:৫৪ পিএম, ১৯ জুন, ২০২৫

কুড়িগ্রামে ডা. জোবায়দা রহমানের জন্মবার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, খ্যাতিমান চিকিৎসক ও সিলেটের কৃতি সন্তান ডা. জোবায়দা রহমান-এর জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৮ জুন) রাত ৮টায় নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন যুবদলের কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে ভিতরবন্দ ইউনিয়ন যুবদল এবং উদ্যোগ নেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মো. আজিজুল হক।

অনুষ্ঠানে মো. আজিজুল হক বলেন,“আজকের দিনটি কেবল একটি জন্মদিন নয়, এটি একজন মানবিক, দেশপ্রেমিক ও পরিবেশবান্ধব ব্যক্তিত্ব ডা. জোবায়দা রহমান-এর প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের দিন। বর্তমান রাজনৈতিক সংকটে তার প্রজ্ঞা ও নীতিশীল অবস্থান যুবসমাজের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা।”

ভিতরবন্দ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন আহমেদ বলেন,“বিএনপি সব সময়ই জনগণের অধিকার, গণতন্ত্র এবং পরিবেশের সুরক্ষায় সোচ্চার। যুবদল সেই ধারাবাহিকতায় সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে।”

ভিতরবন্দ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আনিছুর রহমান (আনিছ) বলেন,“ডা. জোবায়দা রহমান কেবল তারেক রহমানের সহধর্মিণী নন, তিনি নিজ গুণে দেশের একজন খ্যাতিমান চিকিৎসক ও সমাজ সচেতন নারী। তার জন্মদিনে আমরা নতুন প্রজন্মের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা জাগিয়ে তোলার অঙ্গীকার করছি।”

ভিতরবন্দ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এম জেড লিটন বলেন, “যুবদল কেবল রাজনৈতিক সংগঠন নয়, বরং সামাজিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখছে। আজকের কর্মসূচি তারই বাস্তব প্রমাণ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিতরবন্দ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নুরনবী মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. কাসেম আলী রনি সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

Link copied!