২০২৪-২৫ অর্থবছরের "প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)" কর্মসূচির আওতায় ময়মনসিংহের নান্দাইলে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) উপজেলা হলরুমে নান্দাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে ৭০ জন কৃষক ও কৃষাণী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকসহ প্রায় ১০০ জন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ ড. উম্মে হাবিবা এবং সঞ্চালনা করেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আতিকুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. সালমা লাইজু।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. সালাহউদ্দিন কায়সার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাদাত মো. সায়েম, সাংবাদিক আলম ফরাজী ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজনীন সুলতানা ।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে দেশি নিম গাছের চারা বিতরণ করা হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে উৎসাহ জোগাতে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে