ডা. জুবাইদা রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচি এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে ‘ডা. জুবাইদা রহমান পরিষদ’ জেলা শাখা।
আজ মঙ্গলবার দুপুর ১টায় পিরোজপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজনে জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন ডা. জুবাইদা রহমান পরিষদ, পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক শাম্মি আক্তার রশ্নী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পিরোজপুর জেলার আহ্বায়ক ডা. সিকদার মাহমুদ হোসেন এবং সদস্য সচিব ডা. মাহবুবা ফেরদৌসি মিথুন।
বক্তারা বলেন, “ডা. জুবাইদা রহমান একজন মানবিক চিকিৎসক, নিবেদিতপ্রাণ সমাজসেবী এবং ভবিষ্যত জাতীয় নেতৃত্বের সম্ভাবনাময় নাম। তার জন্মদিনে এমন জনকল্যাণমূলক কর্মসূচি সত্যিই প্রশংসনীয়।”
জন্মদিন উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুই সহস্রাধিক বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন আয়োজক নেতৃবৃন্দ। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও ডা. জুবাইদা রহমানের আদর্শ ও অনুপ্রেরণায় মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।
একুশে সংবাদ/পি .প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

