রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ পুরিয়া হেরোইনসহ আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ। অভিযানে ধৃত দুইজনই পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৪ জুন) দুপুরে গোয়ালন্দঘাট থানার এসআই মো. সেলিম মোল্লা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পুড়াভিটা নুরীর গেট সংলগ্ন পূর্বপাড়া যৌনপল্লীর চৌরাস্তার একটি পাকা গলি থেকে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদা ইউনিয়নের জাহানপুর এলাকার মৃত শফি শেখের দুই ছেলে—সম্রাজ ওরফে সম্রাট (২৮) ও বড়ভাই হাফিজুর শেখ (৪৫)।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, “আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার দুপুরেই তাদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।”
একুশে সংবাদ/রা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

