কিশোরগঞ্জের ভৈরবে সাত বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকালে পৌর শহরের নিউ টাউন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো, ভৈরব পৌর শহরের নিউ টাউন বস্তি এলাকার নাসির মিয়ার ছেলে সাব্বির (১২), ভৈরবপুর উত্তরপাড়ার অহিদ মিয়ার ছেলে সুমন (১৪), নিউ টাউন বস্তি এলাকার কুদ্দুস মিয়ার ছেলে সুজন (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ জুন বুধবার বিকেলে ভুক্তভোগী মাদরাসা শিক্ষার্থী ভৈরব পৌর কবরস্থানের পাশে খেলা করছিল। এমন সময় পাশ্ববর্তী এলাকার বখাটে তিন কিশোর ৬০ টাকা দেয়ার কথা বলে তাদের সাথে যেতে বলে। তখন সে যেতে অনিচ্ছা প্রকাশ করলে পরবর্তীতে তাকে ফুসলিয়ে ভৈরবপুর উত্তরপাড়া বৈশাখী মাঠের পাশে রেল লাইনের নিচে ঝোপের ভিতর নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে জোর পূর্বক বোৎকার করে। পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে বাড়ি ফিরে গেলে তার মা বাবা ভুক্তভোগী শিক্ষার্থীকে চিকিৎসার জন্য ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি), কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠান। এই ঘটনায় ভুক্তভোগী মাদরাসা শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
একুশে সংবাদ/ কি.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

