মোংলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পৌর বিএনপির ঈদ পুনর্মিলনী। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার (৯ জুন) এ মিলনমেলার আয়োজন করেন পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী।
শহরের মাদ্রাসা রোড এলাকায় জুলফিকার আলীর বাসভবনসংলগ্ন চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে আয়োজিত এ পুনর্মিলনীতে পৌর বিএনপির প্রায় তিন হাজারের বেশি নেতা-কর্মী অংশগ্রহণ করেন। দীর্ঘ প্রায় দেড় যুগ পর এতো বড় পরিসরে এ ধরনের আয়োজন অনুষ্ঠিত হওয়ায় পুরো অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।
আরও পড়ুন...
যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা
কক্সবাজার উপকূলে ১৬ ঘণ্টায় ছয়জনের মরদেহ উদ্ধার
 
পৌর বিএনপির আহ্বায়ক জুলফিকার আলী বলেন, "দলের প্রাণ হলো নেতা-কর্মীরা। তাদের ঐক্য ও মিলনই সংগঠনকে শক্তিশালী করে। তাই সবাইকে একত্র করার উদ্দেশ্যেই এই ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছি।"
তিনি আরও জানান, অতীতের তুলনায় এবার আয়োজনটি অনেক বড় পরিসরে সম্পন্ন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে অংশ নেওয়া নেতারা বলেন, দীর্ঘদিন পর এ ধরনের মিলনমেলায় অংশগ্রহণ করতে পেরে তারা আনন্দিত। এমন উদ্যোগ দলের মধ্যে নতুন উদ্দীপনা ও চেতনার সঞ্চার করেছে বলে মন্তব্য করেন তারা।
একুশে সংবাদ/ বা.প্র/ এ.জে
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
