যশোরের শার্শা সীমান্তে ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব সদস্যরা। মঙ্গলবার বিকেলে র্যাব সদস্যরা জানান, সোমবার রাত ১২টার সময় যশোরের শার্শার সাতক্ষীরা মোড়ের মজিদ মার্কেটে নবাব বিরিয়ানী হাউজের সামনে মহাসড়কে প্রাইভেটকার তল্লাশীকালে তাদেরকে ৪৯৫৫টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।
এ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাসেল। তিনি জানিয়েছেন, উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেপ্তার ১নং আসামি আমজাদ হোসেন ও ২নং আসামি আলী নেওয়াজ ভুইয়ার দেখানো মতে এবং তাদের নিজ হাতে প্রাইভেটকারের মধ্য হতে ৪৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেওয়ায় উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
পরে, জব্দকৃত আলামত ও আটক প্রাইভেটকার এবং গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ / য.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

