মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার (২ জুন)দিনব্যাপী উপজেলা সম্মেলন কক্ষে ২০২৪-২০২৫ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার অতিরিক্ত উপ-পরিচালক প্রকাশ চন্দ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন যশোর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির।
বক্তাগণ পার্টনার কংগ্রেস প্রকল্পের আওতায় প্যাকেজ প্রযুক্তি, কৃষিতে দৃষ্টিভঙ্গি ও ধারণার পরিবর্তন, কৃষি প্রযুক্তি ব্যবহার, যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খলা এবং টেকসই কৃষি প্রযুক্তি ও কলাকৌশল বিষয়ে আলোচনা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক, উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষাণ-কৃষাণিবৃন্দ।
একুশে সংবাদ / মা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

