বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলু বলেছেন, শেখ মুজিবের মৃত্যুর পর যারা ক্ষমতায় বসেছিল তারা আওয়ামী লীগের একটি অংশ ছিল। আজ (শনিবার) দুপুরে আদিতমারী উপজেলার পরিষদ মিলনায়তনে আদিতমারী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। দুলু তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব পালিয়ে গিয়েছিল। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন।
দুলু বলেন, বিএনপি হচ্ছে জনবান্ধব রাজনৈতিক দল, যেন আকাঙ্ক্ষা নিয়ে আমরা সব সময় কাজ করি। জনগণ যা ভাবে বিএনপি সেটাই ভাবে। কিন্তু বাংলাদেশে একটি দল রয়েছে শুধু এই ১৭ বছর নয় স্বাধীনতা পরবর্তীকালে একবার ক্ষমতায় এসেছিল তখনো মানুষকে নিষ্পেষিত করেছে, অত্যাচার করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছিল। যে শেখ মুজিবুর রহমান সারাজীবন গণতন্ত্রের লড়াই করেছিলেন। সেই শেখ মুজিবুর রহমান রাষ্ট্র ক্ষমতায় বসে আদি রূপ ধারণ করেছিল। বাংলাদেশের মহান পার্লামেন্টে ১৩ মিনিটের অধিবেশনে গণতন্ত্রকে হত্যা করে দিয়েছিলেন। উনি বাংলাদেশে কোনো রাজনৈতিক দল রাখেননি। তিনি বাকশাল কায়েম করে গণতন্ত্র মুক্তির যে আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের ছিল সেটাকে ধ্বংস করে দিয়েছিলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, বাকশাল কায়েমের পর রক্ষীবাহিনী নামের আওয়ামী লীগের একটি বাহিনী গঠন করা হয়েছিল। সেই বাহিনী সারা দেশের গণতন্ত্রকামী ৩০ হাজার মানুষকে হত্যা করেছিল। আওয়ামী লীগের লোকেরা বলত এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। কিন্তু এক রাতে সব শেষ। এই পরিণতির জন্য আওয়ামী লীগ নিজেই দায়ী। তারা যদি সেদিন বাকশাল কায়েম না করে গণতন্ত্র ব্যবস্থাকে সমুন্নত রাখত তাহলে শেখ মজিবুর রহমানের এমন মৃত্যুর কোনো কারণ হতে পারে না। কারা শেখ মুজিবকে হত্যা করেছিলেন বলেও প্রশ্ন রাখেন দুলু। তিনি বলেন শেখ মুজিবের মৃত্যুর পর যারা ক্ষমতায় ছিলেন তারা আওয়ামী লীগেরই একটি বড় অংশ।
নির্বাচন প্রসঙ্গে দুলু বলেন, গণতন্ত্রের প্রশ্নে বেগম খালেদা জিয়া কখনো আপস করেননি। তিনি গণতন্ত্রের মা। বিএনপি গণতন্ত্রের জন্যই লড়াই করে আসছেন দীর্ঘদিন ধরে। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানান তিনি।
সকাল থেকে শুরু হওয়া আদিতমারী উপজেলা বিএনপির প্রথম অধিবেশনে আলোচনা সভার সময় লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আদিতমারী উপজেলার বিএনপি ও বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ / লা.প্র/এ.জে