ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রামচন্দ্রপুর-সিঙ্গিয়া সড়কে বৃহস্পতিবার (৩০ মে) সারাদিন বৃষ্টিপাত চলাকালীন কার্পেটিংয়ের কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও বৈরী আবহাওয়ায় কাজ চালিয়ে যায় প্রতিষ্ঠানটি।
উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডু জানান, ওইদিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। তাই প্রতিষ্ঠানটিকে লিখিতভাবে কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা নির্দেশ অমান্য করে সড়ক কার্পেটিং চালিয়ে যায়।
জানা গেছে, ‘ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর অ্যান্ড রিজিওনাল এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (উইকেয়ার) ফেজ-১’ প্রকল্পের আওতায় কোটচাঁদপুরসহ ঝিনাইদহে ৮৪.৯৯ কোটি টাকার উন্নয়নকাজ চলছে। এর আওতায় রানা বিল্ডার্স ও মিজানুর রহমান নামের একটি যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান ওই সড়কের কাজ করছে। প্রকল্পটি শুরু হয় ২০২৪ সালের ১৮ জানুয়ারি এবং শেষ হওয়ার কথা ২০২৬ সালের ১৮ জানুয়ারি।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম, মমরেজ মণ্ডল ও আতিয়ার রহমান জানান, “বৃষ্টির মধ্যেই বড় বড় ট্রাকে পিচ ও অন্যান্য উপকরণ আনা হয় এবং কাজ চলতে থাকে। আমরা সাধারণ গ্রামীণ মানুষ, এসব কাজের মান বা নিয়ম সম্পর্কে জানি না।”
ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার মিরাজুল হাকিম বলেন, “বৃষ্টির সময় কাজ বন্ধ রাখা হয়েছিল। পরে পানি সরিয়ে ব্যাচমেন্ট শুকিয়ে কাজ করা হয়। তাছাড়া এক বছরের সিকিউরিটি গ্যারান্টি আছে। যদি সড়ক নষ্ট হয়, আমরা মেরামত করে দেব।”
প্রকল্প ম্যানেজার শামসুল ইসলাম বলেন, “বৃষ্টির পানি বেশি হলে সমস্যা হয়। তবে গতকাল অতিরিক্ত বৃষ্টি হয়নি। তবুও যদি সমস্যা দেখা দেয়, পুনরায় রাস্তা মেরামত করা হবে।”
উপজেলা প্রকৌশলী জানান, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আনিসুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
একুশে সংবাদ / ঝি.প্র/এ.জে