পটুয়াখালীর রাঙাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নে টেকসই বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি প্রতিনিয়ত প্রবেশ করছে ইউনিয়নের অভ্যন্তরে। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি, বসতবাড়ি এবং অন্যান্য স্থাপনা। সাধারণ মানুষ পড়েছে চরম দুর্ভোগে।
স্থানীয়দের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলেও দীর্ঘদিন ধরে টেকসই বেড়িবাঁধ নির্মাণে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সাময়িক ত্রাণ সহযোগিতার পরিবর্তে তারা স্থায়ী সমাধান চান। এলাকাবাসীর জোর দাবি—"ত্রাণ নয়, চাই টেকসই বেড়িবাঁধ"।
উল্লেখ্য, জেলার অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে রাঙাবালীর চালিতাবুনিয়ার নাম দীর্ঘদিন ধরেই আলোচনায় থাকলেও এখনো পর্যাপ্ত নদীভাঙন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়নি।
একুশে সংবাদ / প.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

