জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে চরম জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ী, ক্রেতা, পথচারী ও শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে এমন অবস্থার পরও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
জানা গেছে, পোগলদিঘা ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঐতিহ্যবাহী বয়ড়া বাজারে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই অলিগলিতে জমে থাকে কাদাযুক্ত ময়লা ও দুর্গন্ধময় পানি। এতে ভ্যাপসা গন্ধে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি এবং সৃষ্টি হচ্ছে মশার প্রজননস্থল, ফলে আশঙ্কা বাড়ছে মশাবাহিত রোগের। বিশেষ করে হাটবার শনিবার ও বুধবার মাছ, মাংস, পান, সুপারি, মুরগি, মুদি পণ্য ও বাঁশের তৈরি সামগ্রী বিক্রেতারা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন।
ব্যবসায়ীরা জানান, বাজারে ৩ লাখ ৫ হাজার টাকা ব্যয়ে সরু একটি ড্রেন নির্মাণ করা হলেও তা কোথাও সংযোগ না থাকায় কোনো কাজে আসছে না। বরং জমে থাকা পানিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশে। ফার্মেসি মালিক সোহাগ হোসেন, চা বিক্রেতা জুলহাস উদ্দিন ও হাফিজ মিয়া জানান, বৃষ্টির দিনে দোকান খুলে বসা দায় হয়ে পড়ে। দুর্গন্ধে মানুষ এদিক দিয়ে হাঁটতে চায় না।
বয়ড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি চাঁন মিয়া চানু মণ্ডল বলেন, “অল্প বৃষ্টিতেই রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে যায়। যানবাহন তো দূরের কথা, মানুষই চলাচল করতে পারে না।” সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু বলেন, “পোগলদিঘা ইউনিয়ন পরিষদ এ বাজারে অবস্থিত হলেও উন্নয়নবঞ্চিত রয়ে গেছে বয়ড়া বাজার। জনপ্রতিনিধিরা বারবার এ দৃশ্য দেখেও নিরুত্তর থাকেন।”
স্থানীয়রা দ্রুত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন, যেন বাজারের ব্যবসা ও মানুষের দৈনন্দিন চলাফেরা স্বাভাবিকভাবে পরিচালিত হতে পারে।
একুশে সংবাদ / জা.প্র/এ.জে