শেরপুরে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) রাতে জেলার নালিতাবাড়ী উপজেলার পৃথক এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, উপজেলার পাহাড়ি এলাকায় সম্ভাব্য পর্যটনকেন্দ্র গড়ে তোলার উদ্দেশ্যে সোমবার (২৬ মে) বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান সরেজমিন পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে ফেরার সময় তাঁর বহরের পেছনে থাকা সাংবাদিকদের ওপর একদল উচ্ছৃঙ্খল লোক অতর্কিত হামলা চালায়। এতে এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, ইন্ডিপেনডেন্ট টিভির সাংবাদিক মেরাজ উদ্দিন, সময় টিভির চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী, বাংলা টিভির সাংবাদিক নাঈম ইসলামসহ মোট ছয়জন সাংবাদিক আহত হন।
এ ঘটনায় জাহিদুল খান সৌরভ বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি গুরুত্ব সহকারে গ্রহণ করে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। রাতে নালিতাবাড়ী উপজেলার দাওধারা এলাকা থেকে মৃত আব্দুল মালেকের ছেলে ইসমাইল হোসেন (৪৪) ও কাটাবাড়ী এলাকা থেকে বিল্লাল হোসেনের ছেলে হাসেম আলীকে (৩৫) গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হামলার ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
একুশে সংবাদ / শে.প্র/এ.জে