‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সবজনীন’ এই স্লোগানকে সামনে রেখে গোয়ালন্দে পালিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুল রহমান। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান।
সভায় অংশগ্রহণ করেন স্থানীয় স্বাস্থ্যকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, সাংবাদিকসহ প্রবীণ ব্যক্তিরা। আলোচনায় বক্তারা সুষম ও পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং বলেন, সকল বয়সের মানুষের জন্য পুষ্টি নিশ্চিত করা একটি জাতীয় দায়িত্ব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুল রহমান তার বক্তব্যে বলেন, সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। শিশুর পুষ্টি নিশ্চিতের পাশাপাশি প্রবীণদের যত্নেও গুরুত্ব দিতে হবে।
আলোচনার শেষ পর্যায়ে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করা হয়। আয়োজকরা জানান, পুষ্টি সপ্তাহের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্কুলে পুষ্টি বিষয়ক কর্মশালা আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
একুশে সংবাদ /রা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

