AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বীজের মানোন্নয়নে বিএডিসি কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু বাকৃবিতে



বীজের মানোন্নয়নে বিএডিসি কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু বাকৃবিতে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারে বৃহস্পতিবার (২৯ মে) সকালে ‘সিড কোয়ালিটি অ্যান্ড সিড হেলথ’ শীর্ষক পাঁচ দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বিএডিসি ও বাকৃবির যৌথ অর্থায়নে আয়োজিত এ প্রশিক্ষণে বিএডিসির ২০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান। তিনি বলেন, “আপনারা ভালো জাতের বীজ নিয়ে কাজ করছেন, তবে বীজের স্বাস্থ্য বিষয়ে আরও মনোযোগী হওয়া প্রয়োজন। স্বাস্থ্য উপেক্ষা করে কেবল গুণগত মান নিশ্চিত করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “বর্তমানে বেসরকারি খাতে বীজের স্বাস্থ্য বিষয়ে উল্লেখযোগ্য কাজ হচ্ছে। বিএডিসি কর্মকর্তাদেরও এ বিষয়ে আরও সচেতন হয়ে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির, অধ্যাপক ড. আহমেদ খায়রুল হাসান, অধ্যাপক ড. এ.কে.এম. গোলাম দস্তগীর এবং বিএডিসির রিসার্চ সেলের চিফ কো-অর্ডিনেটর ড. মো. নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. শাহাজাহান মঞ্জিলসহ আমন্ত্রিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীড প্যাথলজি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আইয়ুব আলী। সঞ্চালনায় ছিলেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার কৃষিবিদ ড. পূর্ণিমা দে এবং স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণের সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর কৃষিবিদ ড. মো. মাহমুদুল হাসান চৌধুরী।

 

একুশে সংবাদ / এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!