কোটচাঁদপুরে এক পাখি ব্যবসায়ীর বাসা থেকে ২৪টি দেশীয় টিয়া পাখি উদ্ধার করেছে ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। সোমবার রাতে উপজেলার চৌগাছা বাসস্ট্যান্ড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে এসব পাখি উদ্ধার করা হয়।
সূত্রে জানা গেছে, আল আরাফ নামের এক যুবক দীর্ঘদিন ধরে অনলাইনে দেশীয় টিয়া, ঘুঘু, ময়না ইত্যাদি পাখি বিক্রি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতেই ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ক্রাইম কন্ট্রোল ইউনিট ওই বাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানে আল আরাফের বাসা থেকে ২৪টি দেশীয় টিয়া পাখি উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। তবে পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
অভিযানে অংশ নেন বন্যপ্রাণী পরিদর্শক ওয়াসিম মালিক, আব্দুল্লাহ আল সাদিক ও ওয়াইল্ডলাইফ স্কাউট সদস্য সঞ্জয় বন্দ্যোপাধ্যায়।
এ বিষয়ে বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪টি দেশীয় টিয়া পাখি উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি একজন ছাত্র হওয়ায় মানবিক বিবেচনায় মামলা না করে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।”
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

