ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে দুর্যোগপ্রবণ চর অঞ্চলের নিম্ন আয়ের পরিবারের মাঝে বিভিন্ন প্রকার গবাদিপশু ও হাঁস-মুরগি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গত ২৪ মে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।
জানা গেছে, চর হরিরামপুর, চর ঝাউকান্দা ও আংশিক গাজীরটেক ইউনিয়নের দুর্গম চরে বসবাসরত ৭১টি পরিবারের মাঝে ৩টি করে মোট ২১৩টি ভেড়া, ১৩১টি পরিবারে ২টি করে মোট ২৬২টি ছাগল, ২৯৮টি পরিবারে ২১টি করে মোট ৬,২৫৮টি হাঁস, ৯টি পরিবারে কবুতরের ঘর, ৬২০টি পরিবারে ২৫টি করে মোট ১৫,৫০০টি মুরগি, নয়টি ঘাস কাটার সাইলেন্স এবং ৩০টি পরিবারে একটি করে মোট ৩০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
এটি এখন পর্যন্ত চরভদ্রাসনে প্রাণিসম্পদ অধিদপ্তরের সবচেয়ে বড় প্রণোদনা কর্মসূচি হিসেবে বিবেচিত হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে চরাঞ্চলের অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতে কাজ করছে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।
পূর্বে সংশ্লিষ্ট পরিবারগুলোকে যাচাই-বাছাই করে তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয় এবং সেখান থেকেই অনুমোদন পাওয়ার পর এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
চর ঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা বলেন, "দুর্গম চরাঞ্চলের বাসিন্দাদের জন্য উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর যে মহতী উদ্যোগ নিয়েছে, আমরা তাকে সাধুবাদ জানাই।"
এ এলাকায় সুশীল সমাজের প্রতিনিধিরাও প্রাণিসম্পদ অধিদপ্তরের এ উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে