AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দামুড়হুদায় পার্ক থেকে মেছো বিড়াল, বানর ও হুতুমপেচা জব্দ



দামুড়হুদায় পার্ক থেকে মেছো বিড়াল, বানর ও হুতুমপেচা জব্দ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর এলাকার মেহেরুননেছা পার্কে অভিযান চালিয়ে খাঁচাবন্দি অবস্থায় একটি মেছো বিড়াল, তিনটি বানর এবং একটি হুতুমপেঁচা (উল্লুকজাতীয় পাখি) জব্দ করেছে বন বিভাগ। রোববার (২৫ মে) দুপুরে ঢাকা বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক ও দামুড়হুদা বন বিভাগের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

দামুড়হুদা উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিভিন্ন সূত্রে খবর পেয়ে তিনি পার্কে গিয়ে প্রাণীগুলোর খাঁচাবন্দি অবস্থায় থাকার সত্যতা পান এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এরপর বন্যপ্রাণী পরিদর্শক অন্সিস মল্লিক, আব্দুল্লা আস সাদিক এবং প্রাণী উদ্ধারকারী সঞ্জয় বন্ধনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জীবননগর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলামও উপস্থিত ছিলেন।

বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লা আস সাদিক বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী যেকোনো বন্যপ্রাণী আটকে রাখা বা প্রদর্শনের জন্য খাঁচায় রাখা দণ্ডনীয় অপরাধ। উদ্ধার করা প্রাণীগুলোকে বন বিভাগে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

অভিযানে দামুড়হুদা বনবিভাগের পিএম আহসান হাবিবসহ অন্যান্য কর্মকর্তারাও সহযোগিতা করেন। বন বিভাগ জানিয়েছে, এ ধরনের অবৈধভাবে প্রাণী আটকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ চু.প্র /এ.জে

Link copied!