ভূমি উন্নয়ন কর প্রদান ও জমির যথাযথ রক্ষণাবেক্ষণ প্রতিটি নাগরিকের দায়িত্ব—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় “ভূমি মেলা ২০২৫” উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর আহম্মদ।
র্যালিতে ভূমি সেবা সংক্রান্ত সচেতনতামূলক বার্তা লেখা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং সর্বস্তরের জনগণ।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ডিজিটাল সেবার প্রসারের মাধ্যমে সাধারণ জনগণ এখন সহজেই ভূমি সংক্রান্ত সেবা পাচ্ছেন। সরকার কর্তৃক চালু করা অনলাইন ভিত্তিক ভূমি ব্যবস্থাপনা দেশের জনগণকে দুর্নীতি ও হয়রানি থেকে মুক্ত করেছে।
স্থানীয়রা জানান, এমন আয়োজন সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভূমি অফিসের আধুনিকায়ন ও জনবান্ধব ব্যবস্থাপনা গড়তে সহায়ক হবে। তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের মেলা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
একুশে সংবাদ/মা.প্র /এ.জে