নাটোরের লালপুরে ছাত্রদল নেতাসহ ‘ইমো হ্যাকার’ ও ব্যাংক রিসিট প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী।
শনিবার (২৪ মে) দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলার মমিনপুর গ্রামের ওয়াহিদুজ্জামান সরকারের ছেলে ও জেলা ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদক শাহরিয়ার পারভেজ পল্লব, ফিরোজ আলীর ছেলে মুশফিকুর রহিম প্রান্ত ও জিয়া সরকারের ছেলে জাহিদ হাসান জীবন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মমিনুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানকালে আটকদের থেকে একাধিক মোবাইল ফোন, সিম কার্ড, একটি ল্যাপটপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
একুশে সংবাদ/ না.প্র /এ.জে