AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুষ্টিয়া মিরপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন, মিলবে নানান নাগরিক সুবিধা



কুষ্টিয়া মিরপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন, মিলবে নানান নাগরিক সুবিধা

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্য বিষয়ে সামনে রেখে কুষ্টিয়া মিরপুরে ৩ দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৫ মে) বেলা ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে, ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী  মেশকাত ইসলাম।

পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয় থেকে একটি র‍্যালী উপজেলা চত্বর প্রদিক্ষণ করে। র‌্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে জনসচেতনতামূলক এক আলোচনায় সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ আল কাফী, মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলী রব্বান, উপজেলা জামায়াতের আমির রেজাউল করিম, উপজেলা শিক্ষা অফিসার, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী প্রমুখ।

মেলায় মেশকাত ইসলাম বলেন, ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদের মূল লক্ষ্য। আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই ভূমি মেলা সেই লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ ধাপ। এখানে এক ছাদের নিচে ভূমি সংক্রান্ত সকল প্রকার সেবা, যেমন- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারির আবেদন, খতিয়ান সংশোধন, মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা যাবে।

তিনি আরও বলেন, আগামী ২৭ মে পর্যন্ত মেলাটি চলবে। আমরা চাই সাধারণ মানুষ কোনোরকম ভোগান্তি ছাড়াই তাদের ভূমি সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারুক। এই মেলা ভূমি সেবাকে আরও সহজ এবং জনবান্ধব করে তুলবে। আমি মিরপুরের সকল নাগরিককে এই মেলায় এসে তাদের ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার আহ্বান জানাচ্ছি।

 

 

একুশে সংবাদ/কু.প্র /এ.জে

Link copied!