AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লোককলায় অনন্য অবদানের জন্য সন্দীপনার সম্মাননা পেলেন প্রখ্যাত কবিয়াল আব্দুল লতিফ



লোককলায় অনন্য অবদানের জন্য সন্দীপনার সম্মাননা পেলেন প্রখ্যাত কবিয়াল আব্দুল লতিফ

বার্ধক্যজনিত কারণে নির্ধিষ্ট সময়ে সম্মাননা গ্রহণ করতে না পারায় চট্টগ্রামের একদল সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সন্দীপনার নেতাকর্মীরা কবিয়াল আব্দুল লতিফের নিজ বাড়ি রাঙ্গুনিয়ার সরফভাটায় এসে সম্মান জানান ও সম্মাননা তুলে দেন।

লোক চর্চায় অনন্য অবদানের জন্য ২০২৫ সালে সন্দীপনার একুশে সম্মাননার জন্য মনোনীত হন কবিয়াল আব্দুল লতিফ। শনিবার (২৪ মে) অনাড়ম্বর সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সম্মাননা তুলে দেন জাপানের কনসাল জেনারেল ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ নুরুল ইসলাম। বিশিষ্ট ব্যাংকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দুলাল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে ও গবেষক, ভাস্কর ডি. কে দাশের (মামুন) সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম নবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আকেরুননেছা, পারুল সাহানারা (পারুল), হাসান আরাফাত, মোহাম্মদ দিদার হোসেন, বৃষ্টি দাশ, ডা. শিউলি চৌধুরী, ফেরদৌসী মুন, মাসুম আকতার, কামরুল আব্দুল তারিক, নির্মল শীল, আসিক মাহমুদ, সমাজসেবক জাহাঙ্গীর আলম, শিক্ষক আকতার হোসেন, ছিদ্দিকুর রহমান, পুলীন বিহারী শীল, আনোয়ার সাদাতসহ অনেকে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, কবিয়াল আব্দুল গর্বের। কবিয়াল আব্দুল লতিফ তার বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা ও সুন্দর সমাজ তৈরিতে আগামী প্রজন্মকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সুস্থ সাংস্কৃতিক চর্চার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/ চ.প্র /এ.জে

Link copied!