AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য নিহত


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৬:৫২ পিএম, ২৪ মে, ২০২৫

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

যশোর-ঝিনইদহ মহাসড়কের চুড়ামনকাটিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফজলুল হক নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের আটড়া পুলিশ ফাঁড়িতে নিহত ফজলুল হক পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঝিনইদহের শৈলকুপা উপজেলার বাসিন্দা।

আহতরা হলেন, ঝিনাইদহের কোটচাঁদপুরের কাশিপুর গ্রামের শামসুল হকের ছেলে মামুন ও ইমান উদ্দিনের ছেলে রিয়াল।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, পুলিশ সদস্য ফজলুল হক মোটর সাইকেলে ঝিনইদহের দিকে যাচ্ছিলেন। চুড়ামনকাটি ছাতিয়ানতলা নামক স্থানে পৌঁছলে  মোটর সাইকেলের সংঘর্ষ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে কনস্টেবল ফজলুল হককে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত মামুন ও রিয়ালকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
 

একুশে সংবাদ/ য.প্র /এ.জে

Link copied!