জামালপুরের সরিষাবাড়ীতে পূর্বের একটি মামলায় সাক্ষ্য দেওয়ায় গাজিউর রহমান নামে এক ব্যক্তির দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া পূর্বপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী গাজিউর রহমান অভিযোগে জানান, তার প্রতিবেশী সোহাগ মিয়া তার মাকে মারধর করায় ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর রহিমা বেওয়া বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা করেন। সেই মামলায় সাক্ষী দেওয়ায় সোহাগ মিয়া ক্ষুব্ধ হয়ে তার স্ত্রী শিউলি বেগম, ছেলে সেলিমসহ আরও কয়েকজনকে নিয়ে গাজিউরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালান।
আক্রমণকারীরা দোকানের টিভি, ফ্রিজ, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে এবং নগদ অর্থ লুটে নেয়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেন গাজিউর।
স্থানীয় বাসিন্দা আঞ্জুয়ারা বেগম বলেন, "আমাদের সাক্ষ্য দেওয়ায় সোহাগ লোকজন নিয়ে দোকান ভাঙচুর ও মারধর করেছে। আমরা এর বিচার চাই।"
অপর প্রতিবেশী আব্দুল জলিল বলেন, "আমার নামও মামলার সাক্ষী তালিকায় থাকায় সোহাগ আমাকে খুঁজছে। দোকানে না পেয়ে ভাঙচুর করেছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।"
গাজিউরের নাতনি লিসা জানান, "চিৎকার শুনে গিয়ে দেখি সোহাগ, শিউলি ও সেলিম নানাকে মারধর করছে ও দোকান ভাঙচুর করছে।"
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান বলেন, "আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
একুশে সংবাদ/জা.প্র /এ.জে