বাগেরহাট জেলা বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপনের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। শুক্রবার (২৩ মে) উপজেলা ও পৌর বিএনপির প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা শাখার সাবেক সহ-সভাপতি এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপনের দীর্ঘ রাজনৈতিক পথচলা, সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তা দেখে একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট একটি কুচক্রী মহল মিথ্যা চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
বিবৃতিতে আরও বলা হয়, মোরেলগঞ্জে বিএনপির গণজাগরণ সৃষ্টি এবং সংগঠনকে শক্তিশালী করতে কাজী শিপন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই সাজানো কাহিনী ও অপপ্রচার রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ এবং মোরেলগঞ্জ বিএনপির রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। এ ধরনের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল বলেন,
“কাজী খায়রুজ্জামান শিপন ১৭ বছর ধরে মোরেলগঞ্জ-শরণখোলায় বিএনপির সংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। তিনি দলের সংকটময় সময়ে নেতাকর্মীদের পাশে থেকেছেন, মামলার শিকার হয়েছেন, রক্ত দিয়েছেন—তবুও রাজপথ ছাড়েননি। এখন তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কেউ কেউ ষড়যন্ত্র করছে। যারা দলে হঠাৎ উড়ে এসে বসেছেন, তাদের মোরেলগঞ্জে কোনো স্থান হবে না।”
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন বলেন,
“কাজী খায়রুজ্জামান শিপন দুই যুগ ধরে দল পরিচালনা করছেন, দুঃসময়ে তিনি ছিলেন বিএনপির কান্ডারি। কোনো অপপ্রচার কিংবা ষড়যন্ত্র তার রাজনৈতিক ইতিহাস মুছে ফেলতে পারবে না। তিনি শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক। মোরেলগঞ্জ-শরণখোলার প্রতিটি বিএনপি নেতাকর্মীর হৃদয়ে তিনি গাঁথা একটি নাম।”
বিবৃতিতে উপজেলা ও পৌর বিএনপি নেতারা শিপনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দলীয়ভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং তার প্রতি অবিচল সমর্থন জানান।
একুশে সংবাদ/ বা.প্র /এ.জে