ভোলার চরফ্যাশনে সাধারণ জনগণের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাস্তাঘাটে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে যৌথ বাহিনীর উদ্যোগে সড়কে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার (২৩ মে) বিকেলে চরফ্যাশন-ভোলা মহাসড়কের চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহের সামনে চেকপোস্ট বসিয়ে নৌবাহিনীর সদস্য ও ট্রাফিক পুলিশ এই অভিযান চালায়।
অভিযানে যানবাহনের কাগজপত্র পরীক্ষা এবং বেশ কয়েকজন হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীর নামে মামলা দায়ের করে পুলিশ। এ সময় প্রাইভেটকার, মাইক্রোবাস, বাস ও মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়।
চরফ্যাশন ট্রাফিক পুলিশের টিএসআই নাইম বলেন, "যৌথ বাহিনীর উদ্যোগে এই অভিযান পরিচালিত হচ্ছে। দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি মানুষকে সচেতন করাই এর উদ্দেশ্য। বিশেষ করে মোটরসাইকেল আরোহীরা হেলমেট ব্যবহার না করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি অনেকে অতিরিক্ত গতিতে চলাচল করেন, যা ঝুঁকিপূর্ণ।"
তিনি আরও বলেন, "সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে নৌবাহিনী ও পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই চেকপোস্টের মূল উদ্দেশ্য হলো জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং দুষ্কৃতকারীদের কার্যক্রম সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা।"
একুশে সংবাদ/ভো.প্র /এ.জে