AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নান্দাইলে সুবিধাভোগী শিশুদের জন্মদিন উদযাপন ও উপহার প্রদান



নান্দাইলে সুবিধাভোগী শিশুদের জন্মদিন উদযাপন ও উপহার প্রদান

ময়মনসিংহের নান্দাইলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে সুবিধাভোগী শিশুদের জন্মদিন উদযাপন ও উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) উপজেলা হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশুদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে জন্মদিন পালন করা হয়। শিশুদের হাতে কেক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়, যা তাদের মুখে হাসি ফোটায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এর ম্যানেজার সাগর জন কাস্তা। সঞ্চালনায় ছিলেন নান্দাইল ঘাসফুল যুব ফোরামের সম্পাদক তোফায়েল হোসেন এবং সি-ফোরের সম্পাদক স্নেহা ভর্মণ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার অর্পনা ঘার্গ্রা এবং সিস্টেম অফিসার মনি সংকর।

আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছা, মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান আকন্দ, সাংবাদিক এনামুল হক বাবুল, সাংবাদিক হান্নান মাহমুদ, এ হান্নান আল আজদ, আহসান মাহমুদ কাদের এবং ঘাসফুল যুব ফোরামের সভাপতি নুসরাত জাহান সাথী।

আয়োজকরা জানান, এমন আয়োজন শিশুদের মধ্যে উৎসাহ ও আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে।

 

একুশে সংবাদ/ম.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!