AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৪ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরভদ্রাসনের মৃতপ্রায় ভুবেনশ্বর নদে ফিরে আসছে প্রাণ



চরভদ্রাসনের মৃতপ্রায় ভুবেনশ্বর নদে ফিরে আসছে প্রাণ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দীর্ঘদিন ধরে মৃতপ্রায় থাকা ভুবেনশ্বর নদ নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। একসময় প্রবাহমান ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ এই নদটি দখল ও দূষণের কারণে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। তবে উপজেলা প্রশাসন ও স্থানীয় রিভার কমিটির উদ্যোগে শুক্রবার (২৩ মে) নদীর পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়, যা নিয়ে আশার আলো জ্বালিয়েছে স্থানীয় জনগণ।

নদীর দুই কিলোমিটার দৈর্ঘ্যের পথে ২১টি পয়েন্টে অবস্থিত কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কারে অংশ নেয় বিডি ক্লিন-এর ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের প্রায় এক হাজার ৩৫০ জন সদস্যসহ স্থানীয় তরুণ সমাজের প্রায় দুই হাজার কর্মী।

পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফজলুর রহমান, চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এবং থানা অফিসার ইনচার্জ মোঃ রোজিউল্লাহ খান।

ভুবেনশ্বর নদ ঐতিহাসিকভাবে এলাকার প্রধান জলস্রোত হিসেবে ভূমিকা পালন করত। বর্ষার সময় নদী থেকে জল সরবরাহ হতো খাল, পুকুর ও হাওরে, যা কৃষি ও মৎস্যসম্পদের জন্য অপরিহার্য ছিল। এছাড়াও নদীতে নৌকা বাইচ, সাঁতার প্রতিযোগিতা ও বিভিন্ন উৎসব হত, যা স্থানীয়দের বিনোদনের বড় উৎস ছিল। কিন্তু দীর্ঘ বছর ধরে নদীর নাব্য হারিয়ে যায়, কচুরিপানা ও ময়লা আবর্জনায় ঢেকে পড়ে নদীটি, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়ায়।

অতিরিক্ত সচিব মোঃ ফজলুর রহমান বলেন, “দীর্ঘদিন পর ভুবেনশ্বর নদ প্রাণ ফিরে পাবে দেখে আমি খুবই খুশি। নদীর স্বাভাবিক প্রবাহ শুরু হলে এ এলাকার কৃষি, মৎস্য ও মানুষের জীবনমান উন্নত হবে। নদী রক্ষা সকলের দায়িত্ব।”

উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন বলেন, “তরুণ সমাজের উদ্যোগে নদী পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। আমরা সবাই মিলে নদী রক্ষায় দায়িত্বশীল হতে হবে।”

 

একুশে সংবাদ/ফ.প্র /এ.জে

Link copied!