সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে মো. আরাফাত হোসেন (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ফরিদপুর জেলার বাসিন্দা এবং স্থানীয় একটি হোটেলে কর্মরত ছিলেন।
শুক্রবার (২৩ মে) সকালে হাটিকুমরুল গোলচত্বরে হাইওয়ে রেস্ট হাউজের পেছনের একটি ফাঁকা জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) পুলক জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইট দিয়ে আঘাত করে তার মুখ থেতলে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।
একুশে সংবাদ/সি.প্র /এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
