যশোরের অভয়নগর উপজেলায় মাছের ঘের সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম (৫০) হত্যার ঘটনায় দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) গভীর রাতে সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী এলাকা থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী এলাকার বারিধা গ্রামে পিন্টু বিশ্বাসের বাড়িতে একটি শালিস বৈঠকে অংশ নেন তরিকুল ইসলাম। মাছের ঘের নিয়ে বিরোধকে কেন্দ্র করে বৈঠক চলাকালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়। রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, মাছের ঘের নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই পরিকল্পিতভাবে তরিকুল ইসলামকে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের পর উত্তেজিত জনতা বারিধা এলাকার কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত তরিকুল ইসলাম উপজেলার ধোপাদী গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে। শুক্রবার (২৩ মে) বিকেলে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
অভয়নগর থানার ওসি আব্দুল আলীম বলেন, “সন্দেহভাজন দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।”
একুশে সংবাদ/য.প্র /এ.জে