নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন ও সুন্নাহবিরোধী প্রতিবেদন বাতিল, বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম মুরাদনগর উপজেলা শাখা।
শুক্রবার (২৩ মে) জুমার নামাজ শেষে মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম (বড় মাদ্রাসা) মাঠ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল্লাহু চত্বরে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রহমান আল-মুজাফফার। বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় নেতা আলহাজ হাফেজ আমিনুল ইসলাম, মুফতি আবুল ফারাহ ফরিদী, মুফতি মনসুর কবীর ও মুফতি আমির হোসাইন।
বক্তারা বলেন, “সংস্কার কমিশনের নামে রাষ্ট্রে ধর্মীয় মূল্যবোধ, শরীয়াহ আইন ও মুসলিম পরিবারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। সম্প্রতি গঠিত নারী সংস্কার কমিশন কর্তৃক প্রণীত ৩১৮ পৃষ্ঠার প্রতিবেদন ইসলামের মৌলিক শিক্ষার পরিপন্থী। তারা ইউরোপীয় ফেমিনিস্ট আইন চাপিয়ে দিয়ে পরিবার ব্যবস্থাকে ধ্বংস করতে চায় এবং নারীদের তথাকথিত স্বাধীনতার নামে পণ্যতে পরিণত করার ষড়যন্ত্র করছে।”
তারা আরও বলেন, “আমরা এই প্রতিবেদনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি এবং নারী সংস্কার কমিশন বাতিলের জোর দাবি জানাচ্ছি। সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে, শাপলা চত্বরে ও অন্যান্য গণহত্যার বিচার করতে হবে এবং ফ্যাসিবাদী আমলের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।”
এছাড়া বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলের চলমান গণহত্যা ও ভারতের মুসলিম নিপীড়নের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকারকে এসব বিষয়ে দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশে হেফাজতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিপুলসংখ্যক তাওহীদি জনতা অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/কু.প্র /এ.জে