AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত ছেলেকে শিকলে বেঁধে রাখলেন মা-বাবা



ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত ছেলেকে শিকলে বেঁধে রাখলেন মা-বাবা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকাসক্ত ছেলের অত্যাচার থেকে বাঁচতে তাকে শিকলে বেঁধে রাখতে বাধ্য হয়েছেন তার মা-বাবা। বৃহস্পতিবার (২৩ মে) উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

মাদকাসক্ত ওই যুবকের নাম মো. সুমন মিয়া (৩০)। তার বাবা সৈয়দ মিয়া (৬০) জানান, ছেলের মাদকাসক্তির কারণে পরিবারে নেমে এসেছে চরম অশান্তি। প্রতিনিয়ত সে ঘরবাড়ি ভাঙচুর করে, মা-বাবাকে মারধরের চেষ্টা করে ও পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি দেয়। পরিস্থিতি সহ্য করতে না পেরে স্থানীয় প্রশাসন ও থানায় লিখিত অভিযোগও দিয়েছেন তিনি।

সুমনের মা ওমেদা খাতুন বলেন, “অনেক চেষ্টা করেছি ছেলেকে ভালো পথে ফেরাতে। নেশা ছাড়ানোর জন্য চিকিৎসাও করিয়েছি। কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। এখন নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে শিকলে বেঁধে রেখেছি।”

সুমনের স্ত্রী শাবনূর জানান, “আমরা একসাথে ঢাকায় গার্মেন্টসে চাকরি করতাম, তখন সে ভালোই ছিল। কিন্তু গ্রামে ফিরে ইয়াবা সেবনে জড়িয়ে পড়ে এবং একসময় পুরোপুরি মাদকাসক্ত হয়ে ওঠে।”

এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আলম বলেন, “সৈয়দ হোসেন নামে একজন ব্যক্তি তার ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছিলেন। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, সুমনের ছয় বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। পরিবার ও এলাকাবাসী মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করছেন।

 

একুশে সংবাদ/ব্রা.প্র /এ.জে
 

Link copied!