দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মালেকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার মোমিনপুর ইউনিয়নের শালবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মালেকুল ইসলাম পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সুজার ছেলে এবং ঘটনার সময় শ্বশুরবাড়িতে ধান কাটার কাজে গিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মালেকুল ইসলাম তার শ্যালকের ধান কাটায় সাহায্য করতে সকালে শালবাড়ী গ্রামে যান। কিছু ধান কাটার পর দুপুরে শ্যালকের সঙ্গে বাড়িতে ভাত খেতে আসেন। খাওয়া শেষে ঘরের টিনশেড রুমে হেলান দিয়ে বিশ্রাম নেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
ঘরের বৈদ্যুতিক লাইনে লিকেজ থাকায় টিনের দেয়াল বিদ্যুতায়িত হয়ে যায় এবং তাতেই মালেকুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,“এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।”
স্থানীয়দের মাঝে এ দুর্ঘটনা শোকের ছায়া ফেলে এবং বিদ্যুৎ লাইন ব্যবস্থাপনায় আরও সচেতনতা ও নজরদারির দাবি জোরালো হয়েছে।
একুশে সংবাদ/ দি.প্র /এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
