নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের কাটাউশিয়া বিলের জঙ্গলের গাছের ডালে ঝুলে থাকা এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার গড়াডোবা ইউনিয়নের কাটাউশিয়া গ্রামের কাটাঊশিয়া বিলের জঙ্গলে ।
নিহত নারীর আনুমানিক বয়স ৪৫ বছর৷ তার পড়নে নীল রঙের শাড়ি ছিল এবং তার শরীর ঝুলন্ত অবস্থায় গলায় দড়ি দিয়ে পেঁচানো ছিল। এসব তথ্য নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার গড়াডোবা ইউনিয়নের কাটাঊশিয়া গ্রামের কাটাঊশিয়া বিলের পাশে জঙ্গল থেকে এক অজ্ঞাত নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কেন্দুয়া থানা পুলিশ। তবে তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যু হত্যা না আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে।
একুশে সংবাদ/ নে.প্র /এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

