আটটি ইনসেনটিভ বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সোনালী ব্যাংক সিবিএ নেতৃবৃন্দ। প্রায় শত শত কর্মচারীর উপস্থিতিতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বুধবার (২১ মে) রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংক সিবিএ কার্যালয়ে এক আলোচনা সভায় এ দাবির কথা জানায় সোনালী ব্যাংক সিবিএ সভাপতি জাকির হোসেন।
জাকির হোসেন বলেন, ২০২৪ সালের সর্বকালীন রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করায় ৮ টি ইনসেনটিভ বোনাসের দাবি করছি আমরা। এটা আমাদের যৌক্তিক দাবি বলে মনে করি। এই ব্যাংকের সকল কর্মচারীদের সুখে-দুঃখে পাশে থাকবে কর্মকর্তারা এটাই আমাদের প্রত্যাশা।
সিবিএ সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন সকলকে শান্তি পূর্ণ ভাবে এই বিক্ষোভ মিছিল করার আহবান জানিয়ে বলেন, এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রতিকর ঘটনা ঘটলে তা মেনে নেওয়ার হবে না। কেউ কোন বিশৃঙ্খলা করলে তাত্ক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এই দাবি মানার আহবান জানান তিনি।
আলোচনা সভা শেষে ব্যাংকের ভিতরের ৮ম তলা সিবিএ কার্যালয় থেকে শুরু হয়ে, ৩য় তলায় এসে সর্বোচ্চ নেতৃবৃন্দের আশ্বাসে, শেষ হয় এই বিক্ষোভ মিছিল।
এ সময় সহ-সভাপতি মোঃ হাবিব হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজ উদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন শেখ বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন সহ সিবিএ`র নেতৃবৃন্দ ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/রাফি/বাবু// এ.জে