AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নালিতাবাড়ীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত



নালিতাবাড়ীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি-এর আর্থিক সহযোগিতায় ‘পার্টনার কর্মসূচি’র আওতায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘পার্টনার কংগ্রেস ২০২৫’।

বুধবার (২১ মে) শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের হলরুম ‘তেপান্তর’-এ এ কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দিতে এই কংগ্রেসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ সাখাওয়াত হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবীর।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমদ।

এই আয়োজনে অংশগ্রহণ করেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নার্সভুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

‘পার্টনার’ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো পিএফএস ও প্রশিক্ষিত কৃষকের প্যাকেজ প্রযুক্তি জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও ধারণা নন-পিএফএস কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া, এবং প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান।

অনুষ্ঠানে প্রকল্পের মূল বিষয় উপস্থাপন করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাশেদুজ্জামান ইমরান এবং উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ আমির হোসেন।

 

একুশে সংবাদ/ শে.প্র /এ.জে

Link copied!