গাজীপুরের পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ আমিরুল ইসলামকে পূবাইল থানা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে বেফাঁস মন্তব্যের জেরে তাকে বদলি করা হয়েছে বলে মনে করছেন স্থানীয় বিশিষ্টজনরা।
এ বিষয়ে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগের পর মঙ্গলবার (২৮ অক্টোবর) গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এক আদেশে ওসি শেখ আমিরুল ইসলামকে প্রশাসনিক কারণে জিএমপি পুলিশ লাইনে সংযুক্ত (লাইনওআর) করা হয়।
জানা গেছে, ফেসবুকে দেওয়া মন্তব্যের জেরে গত ২০ অক্টোবর ওসি শেখ আমিরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গাজীপুর মহানগর জামায়াতের মজলিসে শুরার সদস্য অধ্যাপক ডা. মো. আমজাদ হোসেন ও পূবাইল থানা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মোহাম্মদ শামীম হোসেন মৃধা জিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, পূবাইল থানায় যোগদানের পর থেকে ওসি শেখ আমিরুল ইসলাম একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং জামায়াতে ইসলামী ও দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিচ্ছেন। এমনকি ওই রাজনৈতিক দলের নেতাদের পুলিশ প্রটোকলও দিচ্ছেন।
সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে মন্তব্য করেন— “জামায়াতের লোকেরা স্বাধীনতা বিরোধী, এবং তাদের বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে কিনা, তা নির্ধারণে গণভোট হওয়া উচিত।”এই মন্তব্যের পর প্রশাসনিক নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। শুধু বদলি নয়, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

