AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাইবান্ধায় এক সাথে ৬ ইউপি চেয়ারম্যান আটক


Ekushey Sangbad
মানিক সাহা, গাইবান্ধা
০৬:২৪ পিএম, ২১ মে, ২০২৫

গাইবান্ধায় এক সাথে ৬ ইউপি চেয়ারম্যান আটক

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। তারা সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

বুধবার (২১ মে) দুপুরে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের আটক করা হয়।

আটকদের পরিচয় ও রাজনৈতিক পদবি নিচে তুলে ধরা হলো-

আটকরা হলেন উড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল পাশা। তিনি উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক।

কঞ্চিপাড়া  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল রানা শালু, তিনি কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ফজলুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনসার আলী মন্ডল। তিনি  ফজলুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

ফুলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহারুল ইসলাম হান্নান মন্ডল। তিনি ফুলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

এরেন্ডা ইউনিয়ন চেয়ারম্যান আবদুল মান্নান আকন্দ। তিনি এরেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম খুশু, তিনি জাসদের নেতা।

পুলিশ জানায়, ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দল নিষিদ্ধ ঘোষণার পরও তারা অনলাইনে পলাতক সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দলীয় নেতাকর্মীদের মাধ্যমে রাষ্ট্রকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

বুধবার দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়। এ সময় উদাখালী ইউনিয়নের চেয়ারম্যান আল আমিন পালিয়ে যান। তাকে ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, “আটকরা দলীয় পরিচয়ে রাষ্ট্রবিরোধী পরিকল্পনায় যুক্ত ছিলেন। ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


একুশে সংবাদ////র.ন

Link copied!