২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)-এর আওতায় রাজশাহীর তানোরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলায় নব নির্মিত মিলনায়তে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় পার্টনার কংগ্রেস।
উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদের সভাপতিত্বে পার্টনার কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ড আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে ছালমা। অতিরিক্ত কৃষি অফিসার সুবাশ কুমার মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের মনিটরিং অফিসার আব্দুল লতিফ, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাৎ হোসেন, প্রমুখ।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি বলেন, চাষাবাদে স্বল্প পরিমাণ সার কীটনাশক ব্যবহার করতে হবে, অযথা কোনো দোকানীর পরামর্শে মাত্রাতিরিক্ত সার কীটনাশক ব্যবহার করে জমির উর্বরতা কমানো যাবে না। যেকোনো রোগ বালাইয়ের জন্য কৃষি অফিস বা উপসহকারী কর্মকর্তাদের নিকট পরামর্শ নিতে হবে। সার কীটনাশক প্রয়োগের সময় মুখে মাস্ক, হাতে গ্লাভস ব্যবহার করতে হবে। তাহলে স্বাস্থ্য ঝুঁকি কম থাকবে।
দোকানীর পরামর্শে সার কীটনাশক ব্যবহার করলে উৎপাদন খরচ বাড়তেই থাকবে। মোবাইলে কৃষি পরিসেবা আছে সেটাও ব্যবহার করা যেতে পারে। এ সময় কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী ও কৃষকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ রা.প্র/এ.জে