AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৫ জুন, ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৪ সরকারি কর্মকর্তা নিহত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, দিনাজপুর
০৬:০৯ পিএম, ১৯ মে, ২০২৫

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৪ সরকারি কর্মকর্তা নিহত

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় মোট ৪ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।

সোমবার (১৯ মে) ভোর সাড়ে ৬টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ২৬ মাইল এলাকার বাবলু ফার্মের সামনে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেট্রো-চ-৫১-৮২৫৭ নম্বরের মাইক্রোবাসটিতে হিসাবরক্ষণ অফিসের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা রংপুরে প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছিলেন। বাবলু ফার্ম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঠাকুরগাঁওগামী ঢাকা মেট্রো-ট-২২-১৫৬৭ নম্বর ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তা এবং বীরগঞ্জের সন্তান বিকাশ ঘোষ নিহতদের পরিচয় নিশ্চিত করেন।

নিহতরা হলেন:

  • মাইক্রোবাস চালক আরিফুল ইসলাম মানিক

  • দিনাজপুর হিসাবরক্ষণ অফিসের ডিইওপিও (DEOPO) সুপার ও ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার জাওনিয়া গ্রামের দেলোয়ার হোসেন

  • পীরগঞ্জ হিসাবরক্ষণ অফিসের অডিটর ও রানীশংকৈল উপজেলার হলদিবাড়ি গ্রামের ইমরুল হাসান

  • ঠাকুরগাঁও হিসাবরক্ষণ অফিসের ডিইওপিও জুলফিকার আলী ভুট্টু

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোসলেম উদ্দিন জানান, সকাল ৬টা ৪৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে ভর্তি করে।

সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

একুশে সংবাদ/দি.প্র/এ.জে

Link copied!