গোপালগঞ্জের মুকসুদপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ মে) বিকেলে মুকসুদপুর বিশ্বরোড কলেজ মোড়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান। তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলো একত্রিত হয়ে জোটবদ্ধভাবে অংশ নেবে। যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়া যায়, তাহলে মুকসুদপুর, কাশিয়ানীসহ দেশের ১৫১টি আসনে জয়লাভ করে ইসলামী শক্তি রাষ্ট্রক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ ফরহাদ হোসেন। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি বাইজিদ হোসাইন আব্দুল্লাহ।
সম্মেলনে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আবু সাঈদ বিন আক্কাস এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহিম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুকসুদপুর মুজাহিদ কমিটির সভাপতি আলহাজ মো. ফায়েফুজ্জামান, নায়েবে সদর আব্দুস সালাম শরীফ, সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, উপজেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আল-আমিন, ইসলামী যুব আন্দোলনের সহসভাপতি হাফেজ মো. শফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কুতুবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুর আলম সিদ্দিকী, সাবেক সভাপতি রেজাউল করিম রিজন, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সভাপতি মো. ইয়ামিন মোল্লা, স্কুল বিষয়ক সম্পাদক মো. সাইম মিয়া, সরকারি মুকসুদপুর কলেজ শাখার সভাপতি আব্দুর রহমান এবং পশারগাতী ইউনিয়ন শাখার সভাপতি মো. সাগর মোল্লা প্রমুখ।
সম্মেলনে বক্তারা রাজনৈতিক সচেতনতা, ইসলামী আদর্শ প্রতিষ্ঠা ও ছাত্রসমাজকে সঠিক পথনির্দেশনার মাধ্যমে নেতৃত্ব গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে