AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রাম স্কুল মাঠে কোরবানির পশুর হাট বসতে দেয়া হবে না : জেলা প্রশাসক



চট্টগ্রাম স্কুল মাঠে কোরবানির পশুর হাট বসতে দেয়া হবে না : জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বলেছেন, আসন্ন পবিত্র ঈদ-উল আজহাকে কেন্দ্র করে জেলা ও নগরীর কোনো স্কুল মাঠে কোরবানীর পশুর হাট বসতে দেয়া হবে না। নগরীতে প্রথমে ৬টি ও পরবর্তীতে আরও ৩টিসহ মোট ৯টি গরুর বাজারের অনুমোদন দেয়া হয়েছে। এর বাইরে নগরে আর কোনো গরুর বাজার বসতে পারবে না। উপজেলা পর্যায়ে অনুমোদিত বাজার ব্যতীত যত্রতত্র গরুর বাজারও বসাতে পারবে না। কোরবানীর পশুর কোনো ধরনের রোগ আছে কি না তা যাচাইয়ে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের টিম সার্বক্ষণিক বাজারে থাকবে। পশুর বাজার ঘিরে কোনো ধরনের যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। 

আজ রবিবার ( ১৮ মে) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক উন্নয়ন সমন্বয় সভা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির পৃথক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে ১০টি সরকারি দপ্তর সংস্থার কার্যক্রম ও অগ্রগতি উপস্থাপন করা হয়।  আইনশৃঙ্খলা কমিটির সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে খাতওয়ারী গত মাসের অপরাধ চিত্র তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক।  

সভায় ডিসি বলেন, দেশের সার্বিক উন্নয়নে সরকার সমন্বয়ভিত্তিক কার্যক্রমগুলোকে প্রধান্য দিয়েছেন। জেলা ভিত্তিক কার্যক্রমগুলো নিয়মিত মনিটরিং করা হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী জেলার সার্বিক উন্নয়নে আমরা সকলে মিলে সম্মিলিতভাবে কাজ করব। সরকারি প্রত্যেক দপ্তরকে সংস্কারের আওতায় এনে মেধা, দক্ষতা ও সততা দিয়ে আমাদের কার্যক্রমগুলো সুনিশ্চিত করব। এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সভায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, পরিবেশ ছাড়পত্র ব্যতীত হাসপাতাল, ল্যাব, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোর রেজিস্ট্রেশন হালনাগাদ করা যাচ্ছে না।

তিনি বলেন, রোগী বেড়ে যাওয়ার কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে। সাধারণ রোগীদের দুর্ভোগের কথা বিবেচনায় এনে সরকার গত ১৪ মে থেকে সিআরবিতে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের বহিঃবিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা সেবা চালু করা হয়েছে। এখন থেকে রোগী সাধারণ কার্ডিয়াক সমস্যা থেকে শুরু থেকে জরুরি সেবাগুলো এখানে এসে গ্রহণ করতে পারবে। বোয়ালখালী ও চন্দনাইশহ বিভিন্ন উপজেলার জরাজীর্ণ উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোর সংস্কারকাজ দ্রুত সময়ে সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দপ্তরের সহযোগিতা চেয়েছেন সিভিল সার্জন। সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েত কাউছার বলেন, পবিত্র ঈদ-উল আজহাকে সামনে রেখে বিভিন্ন উপজেলায় প্রচুর কোরবানীর পশুর বাজার বসতে শুরু করেছে। বিভিন্ন জায়গা থেকে প্রচুর পশু এখানে আসে, পশু চুরিও হয়। আমরা ইতোপূর্বে কয়েক দফায় অভিযান চালিয়ে চোরাই গরুসহ গরু চোর চক্রের মূল হোতা ও চক্রের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গরু চুরি রোধে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, পশুর হাটে জালনোট শনাক্তকরণ মেশিন বসানোর পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে হাটগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। অধিক টাকা বহনকারী গরু-ছাগল বেপারীরা নিরাপত্তা চাইলে তা আমরা নিশ্চিত করব। পবিত্র ঈদে বাড়ির নিরাপত্তা ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কে যানজট নিরসনসহ সার্বিক ব্যবস্থা নিশ্চিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সড়কে শৃঙ্খলা ঠিক রাখতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও সময়োপযোগী করা হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত পৃথক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. নোমান হোসেন, জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েত কাউছার, ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদুল আনোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী (ফটিকছড়ি), মো. ফখরুল ইসলাম (সীতাকুন্ড), মাহফুজা জেরিন (মিরসরাই), এবিএম মশিউজ্জামান (হাটহাজারী), মো. রাজীব হোসেন (চন্দনাইশ), ইনামুল হাছান (লোহাগাড়া), তাহমিনা আকতার (আনোয়ারা), মোহাম্মদ রহমত উল্লাহ (বোয়ালখালী), মো. জামশেদুল আলম (বাঁশখালী), রিগ্যান চাকমা (সন্ধীপ), মিল্টন বিশ্বাস (সাতকানিয়া), জিসান বিন মাজেদ (রাউজান), মাহমুদুল হাসান (রাঙ্গুনিয়া), ফারহানুর রহমান (পটিয়া), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম আব্দুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুমাইয়া নাজনীন,  সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল আহসান, জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুল আওয়াল, পরিবেশ অধিদপ্তর মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক উর্মি সরকার, বিআরটিএর সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থী, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী প্রশান্ত তালুকদার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মু. মুনতাসির মাহমুদ প্রমুখ।
 

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

Link copied!