নওগাঁর পত্নীতলা সীমান্তে বিশেষ অভিযানে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ আইয়ুব আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৪টার দিকে সীমান্ত পিলার ২৭১/৭-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁর বাদদিঘী গ্রামের মাঠ এলাকায় অভিযান চালায়।
অভিযানে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪৩ হাজার টাকা।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন (পিবিজিএম, পিবিজিএমএস) বলেন, “সীমান্ত এলাকায় গরু, মাদক, অবৈধ পারাপার ও চোরাচালান প্রতিরোধে আমাদের সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।”
একুশে সংবাদ/মু.প্র/এ.জে