AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লৌহজংয়ে তুচ্ছ ঘটনায় দু‍‍`জনকে কুপিয়ে জখম


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
১২:০৬ পিএম, ১৮ মে, ২০২৫

লৌহজংয়ে তুচ্ছ ঘটনায় দু‍‍`জনকে কুপিয়ে জখম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দু‍‍`জনকে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। আহতরা হলেন খড়িয়া গ্রামের বাসিন্দা আলমগীর ঢালী (৬৫) ও তার স্ত্রী রিনা বেগম (৪৫)।

শনিবার (১৭ মে) বিকেলে উপজেলার খড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পদ্মা সেতু (উত্তর) থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে টিউবওয়েল থেকে পানি নিতে যান রিনা বেগম। এ সময় প্রতিবেশী সাইফুল মোল্লার ছেলে লিটন মোল্লা পানি নিতে বাধা দিলে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে লিটন ও তার পরিবারের সদস্যরা রিনা বেগমের ওপর হামলা চালায়। স্বামী আলমগীর ঢালী স্ত্রীকে রক্ষা করতে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

আহত আলমগীর ঢালী বলেন, “সাইফুল মোল্লা, তার স্ত্রী রওশনারা বেগম, ছেলে লিটন মোল্লা ও পুত্রবধূ শিরিন আক্তার মিলে আমাদের মারধর করে। আমার মাথায় ও হাতে কোপ মারে। স্ত্রীর হাতের তিন জায়গা ভেঙে গেছে।”

তিনি জানান, প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে পদ্মা সেতু (উত্তর) থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, “ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/ মু.প্র/এ.জে

Link copied!