গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঝড় ও বৃষ্টির সময় একটি পুরনো বটগাছ ভেঙে পড়ে এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম শাপলা বেগম (৩৮)।
শনিবার (১৭ মে) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পীরপল বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শাপলা বেগম পীরপল গ্রামের বাসিন্দা ও স্থানীয় চায়ের দোকানি খোকা মিয়ার দ্বিতীয় স্ত্রী। ঘটনার সময় তার স্বামী দোকানে না থাকায় প্রাণে রক্ষা পান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি শুরু হলে দোকানে কাজ করছিলেন শাপলা বেগম। তিনি স্বামী খোকা মিয়াকে ফোন করে তাড়াতাড়ি দোকানে আসার জন্য অনুরোধ করেন। কিছুক্ষণ পরেই দোকানের ওপর থাকা একটি পুরনো বটগাছ হঠাৎ ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
স্বামী খোকা মিয়া পরে এসে দোকানে গাছের নিচে স্ত্রীর নিথর দেহ দেখতে পান।
এলাকাবাসীর অভিযোগ, পীরপল বাজারের ওই বটগাছটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে