ঝালকাঠি শহরের কামারপট্টি রোডের একটি ভাড়া বাসা থেকে কাজি সানজিদা আক্তার লিসা (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ঝালকাঠি সদর থানা পুলিশ।
তিনি ঝালকাঠি শহরের রোনালস রোডস্থ ‘কাজি কম্পিউটার’ এর মালিক ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি কাজি সোলায়মান সুমনের স্ত্রী।
১৭ মে (শুক্রবার) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে পরিবারের সদস্যরা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই কাজি মেহেদি হাসান নকিব বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
নিহতের ভাই মেহেদি হাসান নকিব বলেন, “আমার বোনের সঙ্গে কাজি সুমনের প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। বিবাহিত জীবনে তাদের সম্পর্ক নানা সময়ে টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছে। আমাদের পরিবারের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল সীমিত। তাঁর দুটি ছোট মেয়ে সন্তান রয়েছে।”
স্বামী কাজি সোলায়মান সুমন বলেন, “বিগত কয়েক মাস ধরেই আমাদের মধ্যে মনোমালিন্য চলছিল। গত সপ্তাহে কুয়াকাটা বেড়াতে যাওয়াকে কেন্দ্র করেও বিরোধ হয়। ঘটনার আগের রাতে এক সন্তানের ছোট একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে কিছুটা কথা কাটাকাটি হয়েছিল। আমি বাচ্চাদের নিয়ে পাশের রুমে ঘুমিয়ে পড়ি। এরপর এ ঘটনা ঘটে।”
ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মো. মেহেদী হাসান জানান, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। নিহতের পরিবার একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
একুশে সংবাদ/ ঝা.প্র/এ.জে