AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপির ব্যানার অপসারণে যুবদলের বিক্ষোভ, ছাত্র আন্দোলনের দুঃখ প্রকাশ"



বিএনপির ব্যানার অপসারণে যুবদলের বিক্ষোভ, ছাত্র আন্দোলনের দুঃখ প্রকাশ

ফরিদপুরের বিভিন্ন স্থান থেকে জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন ব্যানার ফেস্টুন বিলবোর্ড অপসারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

আজ শনিবার (১৭ মে)  দুপুর ১২টার দিকে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে ফরিদপুর জেলা যুবদল। এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এ কাজ করেছে বলে অভিযোগ করেছে যুবদল।

তবে এ অভিযোগ স্বীকার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুরের সদস্য সচিব বলেছেন, এ ব্যানার প্ল্যাকার্ড অপসারণের জন্য বৈষম্যবিরোধী প্লাটফর্মের কোনো কর্মসূচি না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদে থেকে নিজ উদ্যোগে দুই মেয়ে ব্যানার ফেস্টুন অপসারণে গেছে বিধায় আমাদের ওপর দোষ পড়েছে।

বিক্ষোভ মিছিলটি ফরিদপুর প্রেস ক্লাবের সামেনে থেকে শুরু হয়ে মুজিব সড়ক প্রদক্ষিণ শেষে জেলার প্রশাসকের কার্যালয়ে গিয়ে। পরে জেলা প্রশাসকের কাছে প্রতিবাদের কারণ তুলে ধরে জেরা যুবদলের নেতৃবৃন্দ।

বিক্ষোভ শেষে ফরিদপুর প্রেস ক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবদলের রাজিব হোসেনের সভাপতিত্বে সভায় অংশ নেন যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি কাউসার সরদার, জব্বার জমাদার ও মো. আরমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীমুল হক তালুকদার ও জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক কাউসার সর্দার, দপ্তর সম্পাদক মেহেদী হাসান নাসির প্রমুখ।

এ ব্যাপারে জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন বলেন, গত ১৭ বছর ধরে সংগঠনটি  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে যুবদল। দেশে গণতন্ত্রের জন্য জনগণের ভাতের ভোটের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছি। কিন্তু গত এক সপ্তাহ যাবৎ লক্ষ্য করা যাচ্ছে ফরিদপুরে বিভিন্ন স্থানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ফরিদপুরে বিএনপি নেতাদের ব্যানার বিলবোর্ড  ফেস্টুন উচ্ছেদ করা হচ্ছে । আমরা এর তীব্র নিন্দা জানাই।

বক্তারা এ ঘটনার জন্য জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দায়ি করে বলেন,  একটি রাজনৈতিক দল কখনোই অপর একটি রাজনৈতিক দলের ব্যানার পোস্টার বিলবোর্ড উচ্ছেদ করার অধিকার রাখে না। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে কিভাবে এ দাঁতভাঙ্গা জবাব দিতে হয় তা জাতীয়তাবাদী যুবদল জানে।

বিক্ষোভ মিছিলের পরে জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সাথে দেখা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানানো হয়। আগামীতে যাতে এ জাতীয় ঘটনার পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে ভূমিকা রাখবেন তিনি বলে জানিয়েছেন রাজিব হোসেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুরের সদস্য সচিব সোহেল রানা জানান, শহর পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের জন্য এটা করা হয়েছে। এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মসূচি ছিল না। এ ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি, সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। 
পৌরসভার দায়িত্ব আপনারা পালন করতে গেলেন কেন? এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এ ব্যানার প্ল্যাকার্ড অপসারণের জন্য বৈষম্যবিরোধী প্লাটফর্মের কোনো কর্মসূচি না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদে থেকে নিজ উদ্যোগে দুই মেয়ে ব্যানার ফেস্টুন অপসারণে গেছেন বিধায় আমরা দোষে পড়েছি। এটা মূলত পৌরসভার বা সিটি কর্পোরেশনের কাজ। আমাদের কাজ নয়। এটা করা অপরাধ হয়েছে।
 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

Link copied!