বেগম রোকেয়া সরণী ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ১৩তম ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন (২০২৫-২০২৮ইং) অনুষ্ঠিত হয়েছে। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, জানিয়েছেন এই নির্বাচনের নির্বাচন কমিশনার।
শনিবার (১৭ মে ২০২৫) রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় অবস্থিত সমিতির নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪টি পদের বিপরীতে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ১৬৫ জন। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।
নির্বাচনে সভাপতি পদে আক্তার হোসেন জিল্লু, মোহাম্মদ ইসহাক ও মাহবুব সিপু, সহসভাপতি পদে মো. আব্দুল মান্নান, কে.এম খায়রুল বাশার ও খায়রুল আহসান, সম্পাদক পদে মো. আনিছুল হক, মো. ফখরুল আলম ভূঁইয়া ও মো. রুহুল আমিন, পরিচালক পদে আব্দুল্লাহ আল মামুন, মো. আব্দুল আমিন, ছায়ফুল ইসলাম চৌধুরী, মো. আলী আহম্মেদ সরদার, মোহাম্মদ ইসরাফিল আলম, মো. জাকির হোসেন, মো. মনিরুজ্জামান, মো. সিদ্দিকুর রহমান, মাসুম আহমেদ, মো. মোতাহার হোসেন রনি, নুরুল ইসলাম ও মো. নূরুল ইসলাম (শাওন) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন চলাকালীন একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন এই নির্বাচন কমিশনার। আমরা প্রার্থীরা ভাই ভাই। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই বেগম রোকেয়া সরণী ব্যবসায়ী সমবায় সমিতির উন্নয়নে কাজ করব।
একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশগ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারব না তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই সমিতির উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোছা. জান্নাত আরা পারভীন হীরা বলেন, নির্বাচনে অংশগ্রহণ করা সকল প্রার্থী একে অপরের প্রতি আন্তরিক। কোনো বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
একুশে সংবাদ/রাফি/বাবু/এ.জে