বগুড়ার আদমদীঘি উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা’র সঙ্গে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও নিশাত আনজুম অনন্যা তাঁর বক্তব্যে উপজেলা উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন এবং প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা মৎস্য অফিসার ডা. বেনজির আহম্মেদ ও নাহিদ ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল হালিম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, থানার অফিসার ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান।
এছাড়া রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার ও সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন এবং সেক্রেটারি গোলাম রব্বানী।
সাধারণ শিক্ষার্থী হিসেবে ফাহাদ ইসলাম, মিরাজ হোসেন ও জুথি আক্তার মতবিনিময় সভায় তাঁদের বক্তব্য তুলে ধরেন। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে